Girl in a jacket

দুরন্ত অনলাইন স্কুল ম্যানেজমেন্ট সফটওয়ার সম্পর্কে কিছু কথা ।

সুপ্রিয় ইউজার গন আমি মোঃ আবু ফিরোজ ছোটকাল থেকেই সব সময় দুরন্তপনায় মেতে থাকতাম । এসএসসি পাস করবার পর সাংবাদিকতার নেশা আমাকে পেয়ে বসে । আমি একসঙ্গে বেশ কয়েকটি কাগজে সাংবাদিকতা শুরু করি । নিজের সম্পাদনায় তিনবার ম্যাগাজিন বের করি । কলেজ পাশ করার পর আমি রাজশাহী কলেজে বিএসসি ভর্তি হই । সেখানে পড়াশোনা বাদ দিয়ে একটি কাগজের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করি । সাংবাদিকতা পেশা জীবনের শেষ পেশা মনে করে কাজ করতে থাকলাম । কিন্তু মন সেখানেও বেশিদিন টিকেনি । বিএসসি কমপ্লিট করার পর একটি মাদ্রাসায় সহকারী শিক্ষক গণিত হিসেবে নিজের কর্মজীবন শুরু করি । বাংলাদেশের বেশির ভাগ মাদ্রাসা গুলোতে শিক্ষার্থীর সংখ্যা কম । মাদ্রাসায় ১০ বছর চাকরি করে একটা হাই স্কুলের সহকারী প্রধান হিসেবে যোগদান করি । সেখানে চাকরিরত অবস্থায় স্কুলের রেজাল্ট তৈরি করতে গিয়ে অনেক সমস্যা হতো । শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় রেজাল্ট তৈরি করতে অনেক পরিশ্রম হতো এবং কেরানী সাহেব যথাসময়ে রেজাল্ট কমপ্লিট করতে হিমশিম খেত । সেই সময় কুমিল্লা জেলার ফয়জুল মুনির নামের এক স্কুল শিক্ষকের অফলাইন স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার দেখে আমি অনুপ্রাণিত হই । তখন থেকেই মাথায় খেলতে থাকে আমি কি পারব না এরকম একটি সফটওয়্যার তৈরি করতে । ২০১৭ সাল থেকে আমি কাজ শুরু করি এবং ২০১৮ সালের শেষের দিকে আমি একটি পরিপূর্ণ অফলাইন স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করি; যার নাম দিয়েছি দূরন্ত । গোটা দেশের অনেকেই এই সফটওয়্যারটি ব্যবহার করতে থাকে । কিন্তু সরকারের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পরিপত্রের কারণে সফটওয়্যারে কিছু পরিবর্তন আনতে হয় যা অফলাইন সফটওয়্যারে খুব সহজেই করা সম্ভব নয় । এর মধ্যে বগুড়া নেকটারে আমার ট্রেনিং এর সুযোগ হয় এবং সেখানে গিয়ে ইশতিয়াক আহমেদ নামে এক স্যার আমাকে অনলাইন সফটওয়্যার তৈরির ব্যাপারে পরামর্শ দেন । আমি তখন থেকেই অনলাইন সফটওয়্যার তৈরির বিষয়ে ঝুঁকে পড়ি এবং 2021 ও 2022 এই দুই বছর কাজ করি । ২০২৩ সালে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু প্রতিষ্ঠান আমাদের এই অনলাইন স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারটি ব্যবহার করা হয় তাদের অনেকেই আমি চিনি না জানিও না । শুধু ফেসবুকের মাধ্যমে তাদের সঙ্গে পরিচয় হয়েছিল । আপনাদের সহযোগিতা ভালোবাসা হয়তো আমাকে এতদূর নিয়ে এসেছে। আমি কম্পিউটার সায়েন্সের ছাত্র নয় । সে কারণেই হয়তো আমার ভুল থাকতে পারে । আমার বিশ্বাস আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সামনে এগিয়ে নেবার জন্য আপনাদের সুন্দর পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখবেন এই প্রত্যাশায়, সবাই ভালো থাকবেন ভালবাসবেন দূরন্ত কে ।

Author: Md. Abu Firoz

যোগাযোগ-০১৭ ১৩ ৭২ ৩৪ ৫১

E-mail: mdabufiroz@gmail.com

Copyright © 2025 Duronto

এই ওয়েব ডিজাইনার কর্তৃক কয়েকটি স্বেচ্ছা শ্রমের কাজ

ফেসবুক পেজ Duronto ( দুরন্ত)

ইউটিউব চ্যানেল Duronto Online School

এটিই প্রথম কাজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল ধরে দিয়ে সহযোগিতা করবেন ।